নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী-
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।
নিহত প্রেমিক রাজিব হোসেন (১৬) ও প্রেমিকা রাবেয়া বেগম (১৫)। তাদের দুজনের বাড়ী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়ীয়া গ্রামে। তারা দু’জনে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
রাঙ্গাবালী ও কলাপাড়া থানার দুই ওসি বিষয়টি নিশ্চিত করেছেন ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। লাশ সুরতহাল শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোষ্ট মর্টেমের জন্য প্রেরন করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. জগলুল হাসান জানান, টুঙ্গিবাড়ীয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব ও একই এলাকার রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া একই শ্রেনীতে অধ্যায়নরত অবস্থায় প্রেমে জড়িয়ে পরে। বিষয়টি জানাজানি হলে পারিবারিক ভাবে মেনে নেয়া হবে না বলে ছড়িয়ে পড়ে। এতে মঙ্গলবার সন্ধ্যায় রাবেয়ার বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে নির্জন স্থানে গিয়ে দু’জনে বিষপান করে অচেতন অবস্থায় পড়ে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।