নিজস্ব প্রতিবেদক-
র্যাব-১০ এর অভিযানে ঢাকার কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১২ জানুয়ারি র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৫ (পনের) গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ পান্না (২৮), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, এর নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আনোয়ার হোসেন (৩৩), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কদমতলী ও যাত্রাবাড়ী থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।