এবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ফেনসিডিল সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার এলএসডি গুডাউনের পিছন থেকে ফেনসিডিল সহ তাদেরকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আন্দোলন ৭১ নিউজ কে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জনান, শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে উপজেলার এলএসডি গোডাউন এলাকায় ফেনসিডিল বেচাকেনা হচ্ছে এধরণের একটি প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ তাৎক্ষনিক ঐস্থানে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করা হয়। এসময়, তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলাধীন বাশমুড়ি এলাকার মোঃ রশিদ প্রধানের ছেলে মোঃ নাহিদ হাসান (২৭), একই উপজেলার নওপাড়া নামক এলাকার রহমত আলীর ছেলে মোঃ শাওন (২৫) এবং উপজেলার পৌর শহরের মধ্য বাসুদেবপুর গ্রামের স্টেশন রোড এলাকার মৃত ফারুকের ছেলে মোঃ নওশাদ আলী (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের সহ বিধি মোতাবেক অন্নান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।