নিজস্ব প্রতিবেদক-
‘আওয়ামী লীগকে বাঁচালে বাংলাদেশ বাঁচবে বলে জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগকে বাচাঁতে হলে দলের ত্যাগী নেতা কর্মীদের বাঁচাতে হবে, এতে দল টিকে থাকবে।’
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত সম্মেলনে কাজী আলমগীর হোসেনকে সভাপতি এবং ভিপি আব্দুল মন্নানকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এ সময় দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর হুশিয়ারি দেন কাদের। দল ভারী করতে নিজের পরিবারের লোকদের কিংবা অন্য দলের মানুষদের দলে না টানার জন্য নির্দেশ দেন এবং দলের ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করার কথাও বলেন তিনি।
আন্দোলন৭১/এএইচ