আন্তর্জাতিক ডেস্ক-
উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকার জন্য ৯শ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। গতকাল ১১ নভেম্বর, শুক্রবার এক বিবৃতিতে এশিয়া প্যাসিফিক একসেস ফ্যাসিলিটি নামের এই তহবিলের ঘোষণা দেয় এডিবি।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত টিকা পরিবহণ ও সংরক্ষণে সহযোগিতার উদ্দেশ্যে এই তহবিল গঠন করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অর্থায়ন করবে এডিবি। টিকা আমদানির ক্ষেত্রে সদস্য দেশগুলোর যাতে আর্থিক সমস্যায় না পড়ে সেজন্য ৫০ কোটি ডলার ঋণ হিসেবে দেবে তারা।