গোফরান পলাশ-
পটুয়াখালীর গলাচিপায় ৩ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নে বোয়ালিয়া স্লুইজ এলাকায় এ পরিমান অবৈধ বেড় জাল পুড়িয়ে ফেলা হয়।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, রামনাবাদ, বুড়া গৌরাঙ্গ ও আগুন মুখা নদীর চর থেকে ৩ হাজার মিটার বেড় জাল জব্দ করার পর বোয়ালিয়া স্লুইজ এলাকায় তা স্থানীয় জনগনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষনে এ অভিযান অব্যহত থাকবে।