ফারুক আহমদ, সিলেট-
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে লকডাউনের এক দিন পূর্বে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড় ,স্বাস্থ্য বিধির তুয়াক্কা না করেইচলছে পাসপোর্ট গ্রহণ ও বন্টন চবাস্থ
রবিবার ৪ এপ্রিল সরজমিনে সিলেট আলমপুরস্হ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে গিয়ে দেখা যায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি লঙ্গন করে পাসপোর্ট বিতরণ ও গ্রহণ করা হচ্ছে।
পাসপোর্ট অফিসে ইতিপূর্বে এতো লোক এক সাথে জমায়েত হন নাই।
ধারনা করা হচ্ছে দেশ ব্যাপি দ্বিতীয় পর্যায়ে লকডাউনের সংবাদে পাসপোর্ট গ্রহণ ও বিতরণার্থী এমন জমায়েত।
পাসপোর্ট করতে আসা সিলেটের বালাগন্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের দিলোয়ার হোসেন মেশিন রেডিভিল জমা করার জন্য আসছিআজকের মতো এত লোক আমি পাসপোর্ট অফিসে কখনো দেখিনি আমি আজ জমা দিতে পারবো কি না আদৌ জানি না।
সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ই পাসপোর্ট জমা করার জন্য সৈয়দ সামির আলী এসেছেন তিনি বলেন হাজারোমানুষের মধ্যে আজ জমা দিতে পারবো কি না তা অনিশ্চিত।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইমরান আহমদ বলেন, পাসপোর্ট গ্রহণ করার জন্য এসেছিলাম কিন্তু আজপাবো কি না বলতে পারছি না।