তারে চিনেছিনু কবে দেখেছি কবে কোথায়!
চোখ তার প্রবাহমান নদী কেশরাজী দোল খায়,
মুখশ্রী ঝরায় মুক্তোরাশি সুহাসিনী প্রাণৌজ্জল,
সে সুন্দর নয়.... সুন্দরতমা...
দেখেছে তারে কয়েক মুহূর্ত..
সে নেশা লাগায়ে যায়...ভাবতে ভাবতে সকাল দুপুর সন্ধ্যা,
কত চিত্র একেছি তার ক্যানভাস ভরা কল্পনায়,
দেখিনা তারে কাপে মোর হিয়া,
দেখিবারে লয় মনে...
খুব ইচ্ছে হয় খুব!একবার আচল মাড়িয়ে হেটেযাই পথে,
একটা প্রজাপতি বসুক এসে গায়,
কানে কানে তার বলে দেব কত অভিমান ঠিক আছে কত শত,
তবুও এসো ভরা বসন্তের প্রেমে চুল উড়ায়ে ঝাপটে দেবে গায়,
বিকেল হবে দেখব গোধূলি জোৎস্নায় করবো স্নান,
যাবো দূর সমুদ্র মেঘের দেশে....
দূর অরণ্যে হারিয়ে যাবো নিরুদ্দেশের ঠিকানায়,
সেখানে পাখিফের সাথে কথা বলে বলে হবো রূপকথা প্রেমের উপাখ্যান,
তুমি সুন্দর নও আমার হৃদয়ে অন্যতমা,
একটা পূর্ণতা রয়েছে তাতে,
তুমি সুন্দর নও সুন্দরতমা।
লেখক- আব্দুর রহমান সিহাব, ময়মনসিংহ