হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় নাসির উদ্দিন কাচুয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।তিনি কলাবাগান এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাজার থেকে হেঁটে বুড়িমারী-পাটগ্রাম আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নাসির।
পথে কলাবাগান এলাকায় এলে পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, ঘাতক ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রাখা হয়েছে।
এ জাতীয় আরো খবর..