স্পোর্টস ডেস্ক-
বসুন্ধরা গ্রুপ ম্যাক্স টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক টি.কে স্পোর্টস ক্রিকেট একাডেমিকে ২৫ রানে পরাজিত করে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি।
সিটি ক্লাব ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টি.কে স্পোর্টস ক্রিকেট একাডেমি।২০ ওভার শেষে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জালাল ৬৪ বলে ৫৮ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৩ ওভারে টি.কে স্পোর্টস একাডেমি ১৬০ রানে অলআউট হয়।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়, টি.কে স্পোর্টস ক্রিকেট একাডেমির পরিচালক তারেক আজিজ, বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদ আলম, একাডেমির কোচ অরিন্দম পাল লিটন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, একাডেমির ক্রীড়া কমিটির প্রধান জুনায়েদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ও একাডেমির সাংগঠনিক সম্পাদক তুহিন রাজ, বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির পরিচালক সাফওয়াত আলম সহ অন্যান্য আরও অনেকেই।
এ ব্যপারে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মোঃ নাহিদ আলম বলেন, বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির আজকের এই জয় দ্বিতীয় রাউন্ডে উঠতে আমাদের সহায়তা করবে। টি টুয়েন্টি সিরিজে আমরা চ্যাম্পিয়ান হতে চাই।
টুর্নামেন্টের পৃষ্টপোষক বসুন্ধরা এবং ম্যাক্স গ্রুপ। ৪২ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা চলবে আগামী ১ মাস ব্যাপী ।
গতবছর ভারতে অনুষ্ঠিত ৮ জাতি শচীন টেন্ডুলকার ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক অনুধ্ব-১৪,১৬ এবং ১৮ তে এই একাডেমির অনেকেই চান্স পেয়েছে।
মতিঝিলে অবস্থিত বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির পরিচালনা পর্ষদের অন্যতম পৃষ্টপোষক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মারুফ আহমেদ মনসুর, সভাপতি মল্লিক গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি সাত্তার মেটালের চিফ এক্সিকিউটিভ অফিসার সিয়াম সাত্তার, সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদ আলম দায়িত্ব পালন করছেন।
স্কোরঃ-
বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি ১৮৫/৬ (জালাল ৫৮ (৬৪) মামুন ৪৪ (৩৮) টি.কে স্পোর্টস ক্রিকেট একাডেমি ১৬০/১০ আকাশ ৫২ (৭৪) রবিন ২৩/৩ অলআউট (১৯.৩ ওভার) বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি ২৫ রানে বিজয়ী ম্যান অব দ্যা ম্যাচ জালাল, বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি।