বিনোদন ডেস্ক-
পরিচালক অতনু ঘোষের হাত ধরে "রবিবার" সিনেমার মধ্যে দিয়ে পর্দায় আসতে চলেছেন প্রসেনজিত্- জয়া জুটি। জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ইকো এন্টারটেইনমেন্ট। টিজারে দেখা গেছে, প্রসেনজিৎ ও জয়ার যাপিত জীবনের দ্বন্দ্বের চিত্র।
সিনেমাটির নাম "রবিবার" হলেও সিনেমাটি মুক্তির দিনটি ডিসেম্বরের শেষ শুক্রবার।
এ বিষয়ে অতনু ঘোষ বলেন, রবিবারের আগে মুক্তি পেলেও দর্শকদের সিনেমাটি বুঝতে কোনো সমস্যা হবে না। তাই আগে-পরে মুক্তি পাওয়ার বিষয়টি প্রভাব ফেলবে না।
টিজারটি দেখতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=kgDfdYz4Mrg&feature=emb_title
অতনু ঘোষের সঙ্গে এর আগে দুজনই পৃথকভাবে কাজ করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ুরাক্ষী’-তে দেখা গিয়েছিলো বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’ এর শুটিং সম্প্রতি শেষ করেছেন জয়া আহসান। আর এবার তার পরবর্তী সিনেমায় একসাথে দেখা যাবে দুই বাংলার দুই সুপারস্টারকে।
জানা গেছে , এক সম্পর্কের গল্প নিয়ে আবেগ ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। সিনেমায় জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা এমনভাবে ভেঙে যায় আর একত্র হওয়া হয়ে উঠেনি। হঠাৎ একদিন রবিবারে তাদের সঙ্গে দেখা হয়।
এই সিনেমায় প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়া অভিনয় করেছেন সায়নী চরিত্রে।
আন্দোলন৭১/এডি