নিজস্ব প্রতিবেদক-
রাজধানীর মোহাম্মদপুর থেকে একজন ইয়াবা কারবারিকে আটক করেছেন র্যাব ১০।
বুধবার (৬ নভেম্বর) ২টা ৪৫ টার দিকে সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নের্তৃত্বে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন গ্রীনভিউ হাউজিং এলাকা অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আতকৃত হল, মোঃ আবুল কাসেম (৩২), পিতা-মৃত- মতিউর রহমান, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার। আবুল কাসেম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রতিনিয়ত সে কক্সবাজার এবং টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
এসময় তার কাছ থেকে দুই হাজার পাঁচ'শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলন৭১/জিকে